
লন্ডনঃ ব্রিটেনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম কুড়িটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আট কি হল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।
সাম্প্রতিক ব্রিটেনের সরকার কর্তৃক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ব্রিটেনের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করে ব্রিটিশ সরকার কতৃপক্ষ যাতে উঠে আসে এক আশ্চর্যজনক তথ্য। এবছরের এই তালিকায় প্রথম শ্রেষ্ঠ কুড়িটি বিদ্যালয়ের মধ্যে আটটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছে তৌহিদুল ইসলাম গার্লস স্কুল নামক একটি মুসলিম বালিকা বিদ্যালয় ।
ব্রিটিশ সরকার এই বিদ্যালয়গুলিকে সম্মাননা প্রদান করেছে। উল্যেখ্য এবছরের এই ফলাফল ব্রিটিশ মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে যে আরো উদ্বুদ্ধ করবে তা বলার অপেক্ষা রাখে না।