
লেবাননে চলমান বিক্ষোভে উত্তাল জনতার বিরুদ্ধে সৌদি সমর্থিত অকর্মণ্য সরকার কে সমর্থন দিয়েছে লেবাননের সন্ত্রাসী গোষ্ঠী হেজবুল্লা। হেজবুল্লার নেতা হাসান নাসরোলা এই ঘোষণা দিয়েছেন। তিনি জনগণের সরকার বিরোধী আন্দোলন কে সমর্থন দিতে অস্বীকার করেছেন। এই আন্দোলন কে তিনি সম্ভবতঃ হেজবোলার অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ মনে করেন। কিছু কিছু জায়গায় হেজবোলা মিলিশিয়াদের নামিয়ে তিনি বিক্ষোভে ব্যাঘাৎ ঘটানোর অপচেষ্টা করেছেন বলেও খবর এসেছে।