
ইস্তাম্বুল ঃ তুরস্কের সরকার প্রতিবছরের ন্যায় এবারও বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি অধ্যয়নের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে। ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের এমন সুযোগ দেয়া হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে। আজ ১৯ ফেব্রুয়ারিসহ আর মাত্র দুইদিন হাতে সময় আছে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :
যা সুবিধা পাবেন :
১. সম্পূর্ণ টিউশন ফি
২. মাসিক খরচ : অনার্স ৭০০ লিরা, মাস্টার্স ৯৫০ লিরা, পিএইচডি ১৪০০ লিরা
৩. আসল কোর্স শুরু হওয়ার আগে একবছর ফ্রি তুর্কি ভাষার কোর্স
৪. সরকারি ডর্মিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা
৫. আসা-যাওয়ার বিমান টিকেট
৬. হেল্থ ইনস্যুরেন্স
আবেদনের যোগ্যতা : আবেদন করার জন্য যেসব যোগ্যতা থাকা লাগবে
১. তুরস্কের নাগরিক হতে পারবেন না।
২. তুরষ্কের কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হননি আগে।
৩. গড় নম্বর ৭০%; তবে মেডিকেল ছাত্রদের ক্ষেত্রে ৯০%
বয়স : স্নাতকের জন্য আবেদন করতে বয়স হতে হবে ২১ বছরের নিচে।
স্নাতকোত্তর জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩০ বছরের নিচে।
পিএইচডির জন্য আবেদন করতে বয়স হতে হবে ৩৫ বছরের নিচে।
রিসার্চ প্রোগ্রামের জন্য আবেদন করতে বয়স হতে হবে ৪৫ বছরের নিচে।
অারো তথ্য পেতে ভিজিট করুন :
https://www.turkiyeburslari.gov.tr/en/announcement/turkiye-scholarships-2019-applications
সংগৃহীত