ইস্তাম্বুল|
তুরস্কে প্রকাশিত হল ঐতিহাসিক আরব ষড়যন্ত্রী ও জায়নবাদীদের মুখোশ উন্মোচনকারী বই ‘ বাতিনিন পেত্রোলু ওরতা দোগুনুন কানী’। এসংবাদ জানিয়েছে ওকালাতু আনবা’য়ি তুরকিয়া।
তুরস্কের বিখ্যাত লেখক ও রাজনীতি গবেষক আইয়ুব সাগজানের লেখা বিখ্যাত ঐতিহাসিক বই ‘বাতিনিন পেত্রোলু ওরতা দোগুনুন কানী’ অবশেষে গায়ে মলাট চড়ালো। এই নামের অর্থ হল’পশ্চিমের তেল হল মধ্যপ্রাচ্যের রক্ত’। নামটি দেখে আমরা বইটির বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারি।
এই বইতে মধ্যপ্রাচ্যকে শোষণ করে কিভাবে পশ্চিমারা ভোগবিলাস করছে ও আরবের দেশগুলোর শাসনে বসে থাকা তাদের দালালরা কিভাবে পশ্চিমা শোষকদের যোগ্যতম সহায়তা দিয়ে যাচ্ছে তার একটি পরিস্কার ছবি চিত্রায়িত করা হয়েছে।
পশ্চিমা ষড়যন্ত্রীরা তাদের স্বার্থে কিভাবে আরবের বিভিন্ন দেশের স্থিতিশীলতাকে নষ্ট করেছে ও ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং আরবের স্বাধীনতা সংগ্রাম যা ‘আরব বসন্ত’ নামে পরিচিত এই সংগ্রাম কে ব্যর্থ করে দিতে তারা কিভাবে আরব ষড়যন্ত্রীদের সহায়তা করেছে এবিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বইটিতে তুলে ধরা হয়েছে।
লেখক আইয়ুব সাগজান বইটির বিষয়বস্তু সম্পর্কে জানিয়েছেন যে, এই বইটিতে সৌদি আরব, আরব আমিরশাহী , মিশর ও ইসরাইলের জোট এবং আরব বসন্তের দেশ যেমন সিরিয়া, লিবিয়া ও আল ইয়ামেন ধ্বংসে তাদের নোংরা ষড়যন্ত্রকে তুলে ধরা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন এই বইটির মূল বিষয়বস্তু হল, এই বইতে আরব বসন্তের যুগ ও তুরস্কের বিপ্লবের বিরুদ্ধে ইসরাইলের শত্রুতা প্রভৃতি।
এছাড়া এই বইতে আমেরিকার ইরাক যুদ্ধ ও ইসরাইলী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ইরাককে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ।
আইয়ুব সোজগান যথার্থই বলেছেন যে, ” এসব খেলা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর যখন উসমানী সাম্রাজ্য ভেঙে পড়ে এবং পশ্চিমারা মধ্যপ্রাচ্যের শোষণ শুরু করে।”
উসমানীয় সাম্রাজ্য মুসলিম বিশ্বের মতো আরবের অভিভাবকের মতো ছিল। যেদিন মুসলিম বিশ্ব পিতৃসম খলীফাতুল মুসলিমীন কে হারালো সেদিন থেকেই মুসলিম বিশ্বের পতন শুরু হয়েছে।
আইয়ুব জানিয়েছেন যে এই বইতে লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে আরব বিপ্লবের ক্ষতিসাধনকারী জোটের আসল মুখ উন্মোচন করা হয়েছে।
© টি আর টি বাংলা ডেস্ক
127 total views, 1 views today