গাজাঃ সিরিয়ায় চলমান তুরস্কের সন্ত্রাস নির্মূল অভিযানকে সমর্থন দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী দল হরকত উল মুক্বাওয়ামাতিল ইসলামীয়্যাহ বা হামাস। হামাসের মুখপাত্র ডক্টর সামী আবূ যুহরী এক টুইট বার্তায় একথা ঘোষণা করেছেন।
তুরস্কের সাম্প্রতিক সিরিয়া অভিযানের বিরুদ্ধে ইসরাইল যে ন্যাক্করজনক মিথ্যা মিডিয়া প্রচারনা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করেন সামী। সেই সাথে তিনি তুরস্ক কে ”মুসলিম বিশ্বের হৃদয়’ বলে অভিহিত করেছেন।
হামাসের এই মুখোপাত্র তাঁর টুইটারে তুরস্কের প্রসংশা ও ইসরাইলের নিন্দা করে লিখেছেন ঃঃ
الحملة الإعلامية الاسرائيلية ضد تركيا وقحة ومرفوضة ، “اسرائيل ستبقى هي العدو وتركيا هي مهوى قلوب المسلمين في العالم”
@DSZuhri
উল্লেখ্য হামাস দীর্ঘ দিন ধরে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
91 total views, 1 views today