ইস্তাম্বুল|
তুরস্কের ড্রোন বিপ্লব আরো একধাপ এগিয়ে যেতে চলেছে। এবার মালবাহী ড্রোন তৈরি করার কথা ঘোষণা করেছে তুরস্ক। এখবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
তুরস্কের বিপ্লবী মুকুটে আরো একটি পালক যুক্ত হতে চলেছে। এবার মালবাহী ড্রোন তৈরি করার কথা ঘোষণা করেছে তুরস্ক। তুরস্কের ডিফেন্স প্রেসিডেন্সির প্রধান ইসমা’ঈল দেমির সাম্প্রতিক একটি টুইটবার্তায় একথা জানিয়েছেন। তুরস্কের এয়ারস্পেস ইন্ডাস্ট্রি তাই এর সাথে এবিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে তিনি জানান।
২০২১ সালে এই ড্রোনের বহুল উৎপাদন করার লক্ষ্য নিয়েছে বলে তিনি জানান। অস্ত্র, গোলাবারুদ ও চিকিৎসা সরঞ্জাম সহ পঞ্চাশ কেজি পর্যন্ত বিভিন্ন সরঞ্জাম বহন করতে পারে বলে জানা গিয়েছে। এমনকি কঠিন পরিস্থিতিতেও এই ড্রোন উড়তে পারবে। আকাশে এই ড্রোনের একঘন্টা উড়ান ক্ষমতা রয়েছে । তবে বহন ক্ষমতা ৫০ কেজি থেকে বাড়িয়ে ১৫০ কেজি করার কাজ চলছে।
© টি আর টি বাংলা ডেস্ক
107 total views, 1 views today