সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ নিয়ে যা বলেছেন মিজানুর রহমান আজহারী

সাফ উইমেন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নারী ফুটবল দলের অর্জনকে কেন্দ্র করে দেশের কিছু লোক যখন বিজয়োল্লাসে ব্যস্ত, ঠিক সেই মূহুর্তে একই ঘটনাকে পুঁজি করে কিছু ধূর্ত লোক ইসলাম বি°দ্বেষের নগ্ন উন্মাদনায় ব্যস্ত। দেশ ও দশের কাজে যাদের সিকিভাগ অবদান নেই।
আরে ভাই, সেলিব্রেট করার একটা উপলক্ষ পেয়েছেন তো সেলিব্রেট করুন গিয়ে। কেউ তো আপনাকে বাঁধা দেয়নি। কিন্তু এ বিজয়কে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন কেন? খেলোয়াড় মেয়েগুলো তো স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা স্বরুপ মাঠেই সিজদায় লুটিয়ে পড়তে দেখলাম। তাদেরও তো কোন এ°ন্টি ইসলাম এটিচিউড নেই। কিন্তু কিছু উজ°বুক রীতিমত ব্যাপারটাকে লেজেগোবরে করে ফেলেছে।
একটা সিম্পল বিষয়কে ভিন্ন আঙ্গিকে ম্যানুপুলেট করে তাদের এই বস্তা পঁচা সস্তা ইসলাম বিদ্বে°ষের কূট°কৌশল ইসলামপন্থীরা বহু আগে থেকেই অবগত। দেশের আম জনতাও অবগত যে— দেশের বিভিন্ন অর্জন ও সংস্কৃতিকে নানান চেতনা ও অপসংস্কৃতির রঙ মাখিয়ে দেশের ইসলামপন্থীদেরকে কীভাবে বারবার কোণঠাসা করে রাখার অপপ্রয়াস চালানো হয়।
ইনশাআল্লাহ, ইসলাম প্রিয় এই মুসলিম দেশে ইসলাম বিদ্বে°ষীদের রঙ তুলির আচড় আর গোবর ভরা মাথার ফাঁকা বুলির ফাঁপর, কোনোটাই জন-মানুষের মনে ইসলাম ও আলেম বিদ্বে°ষের বিষ°বাষ্প ঢোকাতে পারবে না। বরং তাদের কূট°কৌশল বুমেরাং হয়ে তাদের আসল চেহারাটাই প্রকাশ করে দেবে।

 341 total views,  1 views today

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.