ইউক্রেন যুদ্ধের অবসানে তুরস্ক এবং বিশ্বের অন্য দেশগুলোকে রাশিয়ার সঙ্গে আলোচনা অবশ্যই চালিয়ে যাওয়া উচিত বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দোহায় আন্তর্জাতিক ফোরামে তিনি বলেন, যদি সবাই রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছেদ করে তাহলে শেষ পর্যন্ত তাদের সঙ্গে কথা বলতে কে যাবে।
তিনি আরও বলেন, ইউক্রেনীয়দের সম্ভাব্য সব উপায়ে সমর্থন করা দরকার যেন তারা নিজেদের রক্ষা করতে পারে … তবে রাশিয়ার কথাও অবশ্যই যেকোনো উপায়ে শোনা উচিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে আরও বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন।
ন্যাটো সদস্য তুসস্কের রাশিষা ও ইউক্রেন–দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। তবে ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের পর থেকেই বিষয়টি মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে তুরস্ক।
রাশিয়ার আক্রমণ অগ্রহণযোগ্য বলে জানিয়েছে তুরস্ক। তবে নীতিগতভাবে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে আঙ্কারা। এমনকি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় যোগও দেয়নি দেশটি।
151 total views, 1 views today