টি আর টি।
এবার মুসলিমদের হৃদয়ের মানুষ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর শানে আঘাত করার বিরুদ্ধে আওয়াজ তুললেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। সাম্প্রতিক তিনি একটি বার্তায় স্পষ্ট জানান যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর শানে অবমাননা ফ্রীডম অফ স্পীচ হতে পারে না। এ সংবাদ জানিয়েছে টি আর টি ওয়ার্ল্ড।
রাশিয়ার সংবাদ মাধ্যম টাস জানিয়েছে যে গত পরশু একটি বক্তব্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা ‘ধর্মীয় স্বাধীনতায় আঘাত’ এবং ইসলাম ধারণকারী একটি জাতির ভাবাবেগে আঘাত। তিনি নাৎসি বাহিনীকেও একই সাথে সাথে সমালোচনা করেন।
পুতিনের এই ঘোষণা মুসলিম বিশ্বে প্রসংশিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টি আর টি এর এই সংবাদ শেয়ার করে পুতিনের বক্তব্যকে স্বাগত জানান।
উল্লেখ্যঃ তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তুরস্কের বিশেষতঃ সিয়াসত, ইকোনোমি ওয়া তোপলুম আরাশতিমারালি ওয়াকফী গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
258 total views, 1 views today