কায়রো|
স্বৈরশাসক খ্যাত মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার দেশটির কায়রো হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। একথা জানিয়েছে কাতারের আল জাজিরা সংবাদমাধ্যম।
হোসনি মোবারক ১৯২৮ সালের ৪ই মে মিশরের গ্রাম্য অঞ্চল নীল ডেল্টাতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মুহাম্মদ হোসনি সাইদ মুবারাক। তার বাবা ছিলেন বিচার মন্ত্রণালয়ের একজন ইন্সপেক্টর।
১৯৮১ সালের ১৪ই অক্টোবর থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটির রাষ্ট্রপতির দায়িত্বপালন করেছেন তিনি। ইওম কিপ্পুরের দিন ইসরাইল আক্রমনের পর তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।
তিনি প্রথমে ১৯৭৫ সালের উপ-রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন এবং সাদাত নিহত হবার পর ১৯৮১ সালের ১৪ই অক্টোবর মুবারাক মিশরের রাষ্ট্রপতি হন। ২০১১ সালের ৩০ জানুয়ারি মাসে মিশরে আরব বসন্তের ধাক্কা লাগে মুবারাকের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়। এই বিক্ষোভ ও গণ অভ্যুত্থানের মাধ্যমেই তার দীর্ঘ ৩০ বছরের শাসনক্ষমতার অবসান হয়। মিশরে ইখওয়ান উল মুসলিমীন ক্ষমতায় আসে ও রাষ্ট্রপতি নির্বাচিত হন শহীদ ডক্টর মুহাম্মদ মুরসী রহঃ।
107 total views, 1 views today