আসসালামু’আলাইকুম,
আপনার প্রিয় ফেসবুক একাউন্টটি ডিজেবল হওয়া থেকে রক্ষা করতে অবশ্যই একাউন্টটি NID/Passport অথবা যাদের এগুলো নেই তারা Birth Certificate-এ উল্লেখিত নাম এবং জন্মতারিখ অনুযায়ী রাখুন।
অলরেডি যাদের একাউন্ট ডিজেবল হয়ে গিয়েছে তারা NID/Passport/Birth Certificate সাবমিট করার সময় অবশ্যই স্পষ্ট করে ছবি তুলে দিবেন।
ফেসবুক আপনাকে মাত্র একবার আপিল করার সুযোগ দিবে, এই একবারে যদি তারা ভেরিফাই করতে না পারে তাহলে একাউন্ট আর বেক পাবেন না।
যাদের সবকিছুই ঠিক রয়েছে তারা এখান থেকে Identify Confirmed করে রাখুন তাহলে আর সমস্যা হবেনা।
Settings & Privacy>Settings>Personal Information>Identity Confirmation>Confirm your Identity
এটা ফলো করে NID/Passport/Birth Certificate সাবমিট করুন তাহলে ২৪ ঘন্টার মধ্যে ফেসবুক আইডেন্টিটি কনফার্ম করে দিবে।
তথ্য সংগ্রহঃ 360Locker
235 total views, 1 views today