তুরস্কের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র ‘দিরিলিস এরতুগ্রুল’ , ওসমানী খিলাফতের প্রতিষ্ঠাতা সুলতান উসমান রহঃ এঁর পিতা সুলতান আরতুগ্রুল রহঃ এঁর জীবনী নিয়ে তৈরি হয়েছে। এই টিভি সিরিজ টি সারা বিশ্বের হৃদয়কে সিক্ত করেছে। বিশেষ করে আরবরা এই চলচ্চিত্র কে সাদরে গ্রহণ করে। এই চলচ্চিত্র টি তুর্কি মুসলমানদের গৌরবময় ইতিহাসকে চিত্রায়িত করেছে
তুরস্কের এই ইসলামী চলচ্চিত্র নিয়ে ঈর্ষান্বিত আরবের হিংসুক রাজবংশ আলে সৌদ ও আলে যায়েদ। তারা মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ কে উস্কে দিয়ে একটি টিভি সিরিজ । ১৭ নভেম্বর থেকে তাদের সৌদি টিভি চ্যানেল MBC তে তাদের নতুন সিরিজ ‘মামালিক এল নার’ প্রদর্শিত হবে। হ্যানিব্যাল রাইসিং পরিচালিত এই সিরিজের পেছনে তারা ৪০ বিলিয়ন ডলার ব্যায় করেছেন। এটি তারা মূলত বানিয়েছে তুরস্কের দিরিলিস আরতুগ্রুল কে টেক্কা দিতে। এই চলচ্চিত্রতে তারা তুরস্ক ও মুসলিম দের অবমাননা করা হয়েছে এবং তুর্ক ও মামলুকদের মধ্যে ঘটা একটি যুদ্ধকে নিয়ে তৈরি করা হয়েছে। যদিও ঐতিহাসিক ভাবে কতটুকু তারা সত্যকে তুলে ধরবে সেটা দেখার বিষয়। আর বিশ্বের প্রতি এটি একটি নেগেটিভ বার্তা পৌঁছে দেবে তা বলাই বাহুল্য।
191 total views, 2 views today