ইস্তাম্বুল|
সাম্প্রতিক মিশর নিয়ে বেশকিছু ইতিবাচক মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাওলূদ জাউইশোগলু। যাতে তিনি মিশর ও মিশরীয় ‘ভ্রাতৃপ্রতিম জণগণের’ প্রতি তুরস্কের অবস্থান স্পষ্ট করেছেন। এসংবাদ জানিয়েছে তুরস্কের আরবী সংবাদমাধ্যম তুরকিয়া আল উসমানীয়্যাহ।
গত বৃহস্পতিবার NTV তে আলোচনার সময় তুরস্ক মিশরের প্রতি তার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তিনি তাঁর স্পষ্ট করে দিয়েছেন যে, তুরস্ক মিশরীয় ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, “তুরস্ক মিশরে অভ্যুত্থানের বিরোধিতা করে ও মিশরীয়’ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে এবং মিশরে স্থায়ী স্থিতিশীলতার আশা করে এবং আমরা চাই না অভ্যুত্থান ও বিশৃঙ্খলা একটি দেশের শক্তি ও একটি শক্তিশালী জাতিকে ক্ষতি করুক।”
তিনি তাঁর বক্তব্যে আরো স্পষ্ট করে বলেছেন যে , আরব ও মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্য মিশরকে শক্তিশালী ও স্থিতিশীল হিসেবে দেখতে চায়। তিনি জানান যে, তুরস্কের সাথে মিশরের সম্পর্ক ফিরিয়ে আনাটা সেটাকে উপেক্ষা করার থেকে অধিক যুক্তিসঙ্গত কাজ হবে।
উল্লেখ্যঃ ২০১১ সালে মিশরে আরব বসন্তের ফলে সেখানে ইখওয়ানুল মুসলিমীন শাসনক্ষমতায় এলে মিশরের সাথে তুরস্কের দৃঢ় সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু সেনা অভ্যুত্থানের ফলে মিশরের শহীদ রাষ্ট্রপতি মুহাম্মাদ মুরসী রহঃ এঁর পতনের পর তুরস্কের সাথে মিশরের দূরত্ব বৃদ্ধি পায়।
© টি আর টি বাংলা ডেস্ক
137 total views, 1 views today
nice