ইস্তাম্বূল
নতুন করে সন্ত্রাস দমন অভিযান শুরু করেছে তুরস্ক। উত্তর ও দক্ষিণ তুরস্ক জুড়ে এই অভিযান শুরু করেছে তুরস্ক। এসংবাদ জানিয়েছে আনাদোলু এজেন্সি , ওকালাতু আনবা’য়ী তুরকিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম।
উত্তর ও দক্ষিণ তুরস্ক জুড়ে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু গতকাল একটি বক্তব্যে একথা ঘোষণা দিয়েছেন। নতুন এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ইয়িলদিরিম ১৭ বেসতা’। গত বুধবার এই অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সোইলু। এতে প্রায় ৩২৫১ জনের একটি বাহিনী অংশগ্রহণ করেছে। মূলতঃ কট্টরপন্থী সন্ত্রাসী সংগঠন পিকেকে ও উগ্রবাদী দায়েশের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া তালিকায় রয়েছে গুলেনপন্থী সংগঠন ফেটো।
উল্লেখ্যঃ ২০১৬ সাথে এরদোগান বিরোধী একটি ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ছিল কুখ্যাত এই গুলেনপন্থী সংগঠন।।
©টি আর টি বাংলা
194 total views, 1 views today