ত্রিপোলিঃ লিবিয়া সরকার আরব আমিরাতের সাথে সম্পর্ক ছিন্ন করতে চলেছে । লিবিয়ার বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। লিবিয়ার হাই কাউন্সিল অফ স্টেট লিবিয়ার প্রেসিডেনশিয়াল কাউন্সিলকে আরব আমিরাতের সাথে সম্পর্ক ছিন্ন করার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
লিবিয়ার স্টেট কাউন্সিল তার ৪৮ তম অধিবেশনে আরব আমিরাত কে ‘শত্রুতা ও যুদ্ধবাজ’ দেশ হিসেবে চিহ্নিত করে রাষ্ট্র সংঘের চার্টার অনুযায়ী আরব আমিরাতের সকল আক্রমণের জবাব দেওয়ার কথা জানিয়েছে। আরব আমিরাতের বিরুদ্ধে সকল প্রকার বৈধ ব্যবস্থা নেওয়ার জন্য অধিবেশন টি ডাকা হয়। সেই সাথে হফতারের সাহায্যকারী সকল দেশের সাথে সম্পর্ক পূণর্বিবেচনার পরামর্শ দিয়েছে।
উল্যেখ্য লিবিয়াতে দীর্ঘদিন ধরে সন্ত্রাসি হফতারের আক্রমণে দেশটি যুদ্ধ বিধ্বস্ত হয়ে পড়েছে। লিবিয়ায় শান্তি স্থাপনের লক্ষ্যে তুরস্কে সামরিক সহায়তার কথা ঘোষণা করেছে।
171 total views, 1 views today